নির্বাচনে দায়িত্ব পালনকালে ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহার অভিযোগে পুলিশ সুপারকে তলব
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
 - / ১৫৮৫ বার পড়া হয়েছে
 
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহার অভিযোগে পুলিশ সুপারকে ২৫ জানুয়ারি তলব করেছে হাইকোর্ট।
বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে আজ এই আদেশ দেন। ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের দুর্ব্যবহারের অভিযোগ আসে আদালতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে তা পাঠানো হয়। একই সঙ্গে এর অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির দফতরেও পাঠানো হয়। অভিযোগে বলা হয় ১৬ জানুয়ারি ভেড়ামারা পৌরসভার নির্বাচনে দ্বায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহার করেন এসপি তানভীর আরাফাত।
																			
																		














