সারাদেশে বিভিন্ন নদীতীরে রয়েছে ৬০ হাজার অবৈধ দখলদার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১৬২৮ বার পড়া হয়েছে
সারাদেশে বিভিন্ন নদীতীরে ৬০ হাজার অবৈধ দখলদার রয়েছে। তাদের মধ্যে ইতিমধ্যে ২০ হাজার অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ খালিদ মাহমুদ চৌধুরী।
দুপুরে বরিশাল সার্কিট হাউজে ‘বরিশাল বিভাগের নদীসমূহের নাব্যতা বৃদ্ধি, জলাবদ্ধতা হ্রাস, জলাভূমি পুনরুদ্ধার, সেচ ও ল্যান্ডিং সুবিধাদী বৃদ্ধি করে নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক সমীক্ষার উপর কর্মশলায় তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, নদী দখলমুক্ত করতে বিভিন্ন যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু যন্ত্রপাতি সংগ্রহ হয়েছে। পর্যায়ক্রমে সকল দখলদারদের উচ্ছেদ করা হবে।