প্রধানমন্ত্রীকে প্রশংসা করে চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

- আপডেট সময় : ০১:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সফলভাবে করোনা নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, করোনা ভ্যাক্সিন দেয়ার কর্মসূচিতে ভালো করবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সকালে রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানান। এসময় তিনি জানান, দেশে করোনা নিয়ন্ত্রনে আছে বলেই অর্থনীতি ভাল আছে। করোনা নিয়ন্ত্রন এবং চিকিৎসায় বাংলাদেশ সফল হয়েছে। আগামী ২৫/২৬ তারিখে ভারতের তৈরি ভ্যাকসিনের প্রথম লড পেয়ে যাবে দেশ। তবে ভ্যাসিন শুধু আনলেই হবে তা সংরক্ষণের ব্যবস্থায় কর্মযজ্ঞ শুরু হয়েছে। ভ্যাকসিন ব্যবস্থাপনায় নাশনাল কমিটি করা হয়েছে। সেই কমিটিই ভ্যাকসিনের সকল বিষয় নিয়ন্ত্রণ করবেন। প্রথমত বয়স্কসহ জারা ঝুকি নিয়ে কাজ তরছেন তাদেরকে অগ্রাধিকার বৃত্তিতে ভ্যাকসিন দেয়া হবে। তিনি জানান, পৃথিবীর কোনো দেশ ১৮ বছরের নীচে কাউকে ভ্যাকসিন দিচ্ছে না। বাংলাদেশও দেবে না। দেশে হাসপাতালগুলোতে ৮০ শতাংশ বেড খালি আছে। আইসিইউ ৬০ শতাংশ খালি।