চুয়াডাঙ্গায় মুজিববর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় মুজিববর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী অফিসার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ডিসি অফিস ব্যাডমিন্টন গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অফিসার্স ক্লাব চুয়াডাঙ্গার আয়োজনে ও সেভেন ওয়ান এলইডি টিভির পৃষ্ঠপোষকতায় ২ দিনব্যাপী জমজমাট এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে। জেলা-উপজেলার সরকারী কর্মকর্তাদের নিয়ে গঠিত ২৪টি দল দু’টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। নক আউট ভিত্তিক টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আজ রাতে। উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দার।





















