অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
দুপুরে প্রেসক্লাব মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করে তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কাচারি বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে। এসময় তারা বলেন, ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। সেশন জট নিরসন ও শর্ট সিলেবাসে ক্লাস চালু করতে হবে। অবিলম্বে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।