একদিনের প্রস্তুতি ম্যাচে জিতেছে মাহমুদউল্লাহ একাদশ
- আপডেট সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচে জিতেছে মাহমুদউল্লাহ একাদশ। তামিম একাদশকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। ৪০ ওভারের ম্যাচে তামিমদের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখে জয় পায় মাহমুদউল্লাহ’র দল।
লক্ষ্য তাড়ায় ব্যক্তিগত ৩ রানে আউট হন ইয়াসির আলী রাব্বি। সুবিধা করতে পারেননি সাকিবও। ফিরেছেন ৯ রানে। পরে দলের হাল ধরেন ওপেনার নাঈম শেখ ও মুশফিকুর রহিম। নাঈম ৪৩ আর মুশফিকের অবদান ২৮ রান। এরপর মাহমুদউল্লাহ’র অপরাজিত ৫১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে দল। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে লিটনের উইকেট হারায় তামিমের দল। ইনিংস লম্বা করার সুযোগ হাতছাড়া করে বাকিরাও। তামিম ২৮ ও নাজমুল হোসেন শান্ত ফিরেন ২৭ রানে। দলের সর্বোচ্চ স্কোরার আফিফ হোসেন। করেন ৩৫ রান। শেষ পর্যন্ত তামিমের দল অলআউট হয় ১৬১ রানে। ৪ উইকেট নেন হাসান মাহমুদ।















