সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আ’লীগের পাল্টাপাল্টি অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ সদর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও আওয়ামী লীগ।
দুপুরে শহরের ইবি রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে পেশী শক্তির মাধ্যমে নীল নকশার নির্বাচনের চেষ্টা চলছে বলে অভিযোগ জানানো হয়। ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করার চক্রান্তের প্রতিবাদ জানান। এসময় নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়। অপরদিকে, শহরের এসএস রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে দুপুর আড়াইটায় পাল্টা সংবাদ সম্মেলন করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তাদের মন্তব্য, বিএনপি প্রার্থী ভোট পাবেন না বলে মিথ্যা অজুহাত তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।