মানুষ ভোট ও ভাতের অধিকার হারিয়েছে: মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
আওয়ামী সরকারের আমলেই মানুষ ভোট ও ভাতের অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে দিনাজপুরে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, মোটা চালের কেজি এখন ৫০ টাকা ছাড়িয়েছে। আগামী ১৬ জানুয়ারির পৌর নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশের মানুষের অধিকার নিশ্চিতের পথ সুগম করার আহ্বান জানান তিনি। প্রত্যেককে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান মির্জা ফখরুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হাসানুজ্জামান উজ্জল ও মোকাররম হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।