প্রস্তুতি ম্যাচে লড়ছে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে এখন লড়ছে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। বিকেএসপিতে তামিমদের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদউল্লাহ’র দল।
এর আগে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামে তামিম একাদশ। শুরুটা ভাল হয়নি ওদের। ব্যক্তিগত ২ রানে ফেরেন ওপেনার লিটন দাস। দ্বিতীয় উইকেটে বিপর্যয় কাটান তামিম ও নাজমুল শান্ত। তাদের ৪০ রানের প্রতিরোধ ভাঙ্গে তামিমের ২৮ রানের বিদায়ে। শান্ত’র অবদান ২৭ রান। মাঝে মিথুনের ১৬, সৌম্য সরকারের ২৪ আর আফিফ হোসেনের ৩৫ রানও বড় সংগ্র এনে দিতে পারেনি দলকে। ৪০ ওভারের ম্যাচে ১৬ বল হাতে রেখে ১৬১ রানে অলআউট হয় তামিমের দল। ৪ উইকেটে নেন হাসান মাহমুদ।