অর্থ লোপাটের ঘটনায় সামী হুদাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

- আপডেট সময় : ০২:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনার অনুসন্ধানে পিপলস লিজিং’র প্রধান নির্বাহী কর্মকর্তা সামী হুদাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।
সকালে দুদকের তলবে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হওয়ার পর এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে গেল ১০ ডিসেম্বর দুদকের তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষরিত চিঠিতে আগামী ১৪ জানুয়ারি সামী হুদাসহ পিপলস লিজিং এর ৪ কর্মকর্তাকে দুদকে হাজির হতে বলা হয়। তলব করা অন্যান্যরা হলেন পিপলস লিজিং’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আহমেদ জামাল, হেড অব ক্রেডিট মাহামুদা কায়সার এবং সিএফও মানিক লাল সমাদ্দার। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং রিলায়েন্স ফাইন্যান্স কোম্পানির শীর্ষ পদে থেকে ৩ হাজার ৬০০ কোটি টাকা লুটে নিয়ে এখন বিদেশে পলাতক আছে এরআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার।