বাংলাদেশ জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয়না: স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয়না বলে হুঁশিয়ারী দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রেব সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারী দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ জন সক্রিয় সদস্য সেখানে রেবের কাছে আত্মসমর্পন করে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যারা ভুল পথে গেছে তাদের জন্য এ ধরনরে কার্যক্রম চালু থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রদান ড. বেনজির আহমেদ। তারা জঙ্গির পথ ছেড়ে নব দিগন্তের পথে ফিরে আসেন। রেব জানায়, আত্মসমর্পণকারী ভ্রান্ত ধারনা নিয়ে জঙ্গিদের সঙ্গে যোগ দেয়। সবাই মেধাবী শিক্ষার্থী। এসময় রেবের তৎপরতায় আলোর পথে ফিরে এসেছে বলে অভিমত ব্যক্ত করে আত্মসমর্পণকারীরা।










