চসিক নির্বাচনে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৬৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচিত হতে নানান প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের ও করছেন প্রার্থিরা।
দুপুরে চট্টগ্রাম নগরীর বদ্দারহাট স্বজন সুপার মার্কেট এলাকা থেকে জনসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এসময় নির্বাচিত হতে পারলে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। একইসাথে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। এদিকে পাহাড়তলী এলাকা থেকে জনসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এসময় নির্বাচিত হতে পারলে চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পাশা-পাশি জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়ে প্রতিশ্রুতিও দেন তিনি।




















