বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দরিদ্র-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এই আহ্বান জানান তিনি। এসময় তিনি বলেন, দেশের যেকোন দুর্যোগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও যেকোন প্রয়োজনে প্রত্যেকে নেতাকর্মীকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। পরে এক হাজার অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।






















