রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে ছাত্রলীগের তালা

- আপডেট সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৭০৮ বার পড়া হয়েছে
নিয়োগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছে ছাত্রলীগের চাকরি প্রত্যাশীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সব কার্যক্রম । তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিয়েছে বিক্ষুব্ধরা।
সোমবার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের বাসভবনে তালা দেয় তারা। এতে পরিবারসহ কিছুক্ষণ অবরুদ্ধ থাকেন উপাচার্য। তবে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মারা যাওয়ায় সকালে বাসভবনের তালা খুলে উপাচার্যকে অবমুক্ত করে দেয়া হয়। এরপর আন্দোলনকারীরা দু’টি প্রশাসনিক ভবনে তালা দেয়। আন্দোলনকারীরা জানান, ২০১৭ সাল থেকে তাদের নিয়োগের আশ্বাস দিয়ে আসছেন উপাচার্য। সম্প্রতি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরও সোমবার একজনকে সেকশন অফিসার পদে এডহকে নিয়োগ দেন উপাচার্য।