একটিও মানুষও গৃহহীন ও ক্ষুধার্ত থাকবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
একটিও মানুষও গৃহহীন ও ক্ষুধার্ত থাকবে না। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সময়ের আগেই প্রতিটি মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্তীসভার নিয়মিত বৈঠকে তিনি বলেন, জনগন ও দেশের উন্নয়নের যে মাইলফলক সরকার স্থাপন করেছে তাড় ধারাবাহিকতা রক্ষা করা হবে।
সকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরের প্রথম এই বৈঠকে জনগনকে সেবা করার সুযোগ দেয়ায় আবারো কৃতজ্ঞতা জানান তিনি। এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে ব্রিফ করেন।