মাছুয়াকান্দিতে শরীকের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের মাছুয়াকান্দিতে শরীকের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহত ১১ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, পৈত্রিক সম্পত্তির দখল নিয়ে মাছুয়াকান্দি গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজল হক গং ও তার চাচাতো ভাই চৌহালী উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি আবুল হাসেমের মধ্যে পূর্বের জের ধরে এ সংঘর্ষ হয়।


















