উত্তরাঞ্চলে মৃদু শৈতপ্রবাহে বেড়েছে শীতের প্রকোপ
- আপডেট সময় : ০১:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলে মৃদু শৈতপ্রবাহে বেড়েছে শীতের প্রকোপ। পঞ্চগড়ে শিশির ঝরছে বৃষ্টির মতো। এছাড়া কুড়িগ্রামেও ঠাণ্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে গোপালগঞ্জে শীত কমে যাওয়ায় স্বস্তিতে জনজীবন।
পঞ্চগড়ে আজ হঠাৎ করে আবারও ছেয়ে গেছে ঘনকুয়াশা। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো শিশির পড়ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় আবারও স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। ঘন কুয়াশায় চারিদিক ঢেকে থাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
মানিকগঞ্জে কুয়াকাশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সকাল ৯ টার দিকেও কুয়াশার চাদরে ঢেকে থাকছে গ্রামীণ জনপদ। রাতে বাড়ছে শীতের তীব্রতা। ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
এদিকে, গোপালগঞ্জে শৈত প্রবাহ কমে গিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কুয়াশা ও শীতের প্রকোপ কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তণ হওয়ায় নানা আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছেন শিশু ও বৃদ্ধরা।