বিজয়কে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে।
সকালে ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিজয়কে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি। এই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করাই হবে প্রধান লক্ষ্য। এসময় সেতুমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।















