আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। গত ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। ফলে অনাহারে দিন কাটছে তাদের। সকালে শান্তিপূর্ণ কর্মসূচি পালন শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে টিয়ার শেল ছোঁড়ে। শ্রমিকরা পাল্টা হামলা চালালে সংঘর্ষে আহত হয় ১৫ জন শ্রমিক। বেতন পরিশোধে মালিক পক্ষ আশ্বাস দিয়েছেন।










