মাগুরায় ১ হাজার ছাত্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মাগুরায় প্রায় ১ হাজার শীতার্ত মাদ্রাসা ছাত্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে একটি বেসরকারী সংঠগন। বিতরণ অনুষ্ঠানে সংগঠনের কর্মীরা ছাড়াও প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি।
পৌষের হাঁড়কাপানো শীতের সময় একখানি কম্বলই এখন অনেক আরামদায়ক। শীতবস্ত্রের অভাবে আর কষ্ট পেতে হবে না তাদের। কম্বল হাতে পেয়ে শত শত হতদরিদ্র শিশু আর তাঁদের ওস্তাদদের চোখে মুখে কৃতজ্ঞতা।
প্রধান অতিথি মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর এ উপহার তুলে দেন। বেসরকারীভাবে এ কাজে সম্পৃক্ত হওয়ায় ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে সন্তুষ্টি প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।