কুড়িগ্রামে যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিকে গতিশীল করতে রংপুর বিভাগীয় প্রতিনিধি দলের সঙ্গে কুড়িগ্রাম পৌর, সদর উপজেলা, রাজারহাট ও ফুলবাড়ী যুবদলের প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কুড়িগ্রাম পৌর মিলনায়তনে জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল। অনুষ্ঠান উদ্বোধন করেন রংপুর বিভাগের সহ-সভাপতি চৌধুরী মুহাম্মদ মহেবুল্লাহ আবু নুর। জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুমসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ। এসময় বক্তারা জাতীয়তাবাদী যুবদলের পুনর্গঠনের মাধ্যমে আন্দোলন সংগ্রামকে বেগবান করাও ঘোষণা দেন।










