জামালপুরে ভূমিহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ডিসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার– এই প্রতিপাদ্যে জামালপুর সদরের ৪শ’ ভূমিহীন পরিবারের পাকা ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
সকালে সদরের বিনন্দের পাড়া এলাকায় ভূমিহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজের গুণগত মান সরেজমিনে তদারকি করেন জেলা প্রশাসক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, এসি ল্যান্ড মাহমুদা বেগম, পিআইও আরিফুর রহমান। এ সময় জেলা প্রসাশক ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহারের এই কাজে যাতে কোন ধরনের দূর্নীতির আশ্রয় না নেয়া হয়, সেদিকে লক্ষ্য রেখে পাকা ঘর নির্মাণে মানসম্মত পণ্য সামগ্রী ব্যবহারের বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান।














