দেশের মানুষ কবে টিকা পাবে সরকারকে নিশ্চিত করতে হবেঃ জি.এম কাদের

- আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
করোনার টিকা বাংলাদেশের মানুষ পাবে তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সকালে ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ আহবান তিনি। জিএম কাদের বলেন, সংক্রমণের প্রায় এক বছর পার হলেও ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে এখনো করোনা চিকিৎসার কোন ব্যবস্থা করা হয়নি। দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে অনেককে বেসরকারি হাসপাতালে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা করাতে হচ্ছে বলে জানা তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে দলের কর্মপরিকল্পনা তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত থেকে কবে করোনার টিকা দেশের মানুষ পাবে তা সরকারকে নিশ্চিত করতে হবে।
করোনা সংকটে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জিএম কাদের।এ সময় দেশে চাল ডালসহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংকট নিরসনে চাল মজুদ বাড়াতে হবে।