১২ বছরে উন্নয়ন-অগ্রগতির পাশাপাশি মানুষের ভাগ্যেরও উন্নয়ন হয়েছে : তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের টানা যুগপূর্তিতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে, দেশের অভাবনীয় উন্নয়ন-অগ্রগতি যেমন হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। এমন দাবি তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদের। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, গেল ১২ বছরে দেশে দারিদ্র্য কমেছে, বেড়েছে জনগণের জীবন যাপনের মান। আর এই পরিবর্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ধারাবাহিক নেতৃত্বের কারণে হয়েছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পূরণ হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী আরো বলেন, ক্ষুধাসহ বিভিন্ন সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ খাদ্যে ‘প্রায় স্বয়ংসম্পূর্ণ’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ বছর মুনাফালোভীরা যাতে অন্যায়ভাবে দাম বাড়াতে না পারে, সেজন্য চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।