অভাব-অনটনে কাটছে সরকারি কলেজগুলোর চুক্তিভিত্তিক কর্মচারিদের জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
অভাব-অনটনের মধ্যে দিন কাটছে গোপালগঞ্জের সরকারি কলেজগুলোর চুক্তিভিত্তিক কর্মচারিদের জীবন। সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। তাদের চাকরি সরকারিকরণের দাবি এখনো আশ্বাসের মধ্যেই আটকে আছে। সরকারিকরণের পাশাপাশি বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন কর্মচারীরা।
গোপালগঞ্জের সাতটি সরকারি কলেজে চাকরি করে ১৫১ জন বেসরকারি কর্মচারি। তাদের কারো চাকরির বয়স ৩৫, কারো বা দু’বছর। মাত্র চার থেকে ছ’হাজার টাকায় চাকরি করেন তারা। সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের।
দুটি পরীক্ষায় অংশ নিলেও চাকরি সরকারিকরণ হয়নি। সব কাজ করলেও বেতন বাড়ছে না বলে জানান তারা।এ নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করেছেন বলে জানান, কেন্দ্রীয় এই নেতা।দেশের ৩৪২টি সরকারি কলেজে সাড়ে সাত হাজার বেসরকারি কর্মচারি নাম মাত্র বেতনে চাকরি করছেন।



















