ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন লিভারপুল। বাংলাদেশ সময় রাত ২টায় অলরেডদের আতিথ্য দেবে সাউদাম্পটন।
চলতি মৌসুমেও আধিপত্য দেখাচ্ছে লিভারপুল। ১৬ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জার্গেন ক্লপের দল। শক্তি, সামর্থ্য ও পরিসংখ্যানে সাউদাম্পটনের চেয়ে এগিয়ে থেকে মাঠে নামবে লিভারপুল। টানা ৬ ম্যাচ সাউদাম্পটনের বিপক্ষে জয় অলরেডদের। জোয়েল মাতিপ ইনজুরিতে। তবে শুরুর একাদশে ফিরতে পারেন থিয়াগো আলকান্তারা। অন্যদিকে, কোভিড পজিটিভ হওয়ায় খেলতে পারবেন না সাউদাম্পটন গোলরক্ষক অ্যালেক্স ম্যাকক্যারথি। আছেন আইসোলেশনে। তারপরও অলরেডদের বিপক্ষে চমক দেখাতে চায় সাউদাম্পটন। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে আছে দলটি।






















