ওবায়দুল কাদের হাস্যকর চরিত্রে পরিণত হয়েছেন : রিজভী
- আপডেট সময় : ০৮:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘হাস্যকর চরিত্রে পরিণত হয়েছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় রিজভী বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ও মন্ত্রী, বিশেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন প্রেস ব্রিফিংয়ে বিএনপির বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেয়াকেই একমাত্র রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন। কারণে-অকারণে প্রতিদিন বিএনপি’র বিরুদ্ধে মিথ্যাচার– জনগণের কাছে ওবায়দুল কাদেরকে হাস্যকর চরিত্রে পরিণত করেছে। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে- নির্বাচন কমিশনের কোলে বসে আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে টানা ১২ বছর ধরে দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। নিশিরাতের ভোটের সরকার এখন রেব-পুলিশ ও প্রশাসন নির্ভর হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সারাদেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেন রিজভী।


















