এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাহউদ্দিন আহমেদকে অগ্রনী ব্যাংকের পক্ষ থেকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার ও এসটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদকে অগ্রনী ব্যাংকের পক্ষ থেকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকটির ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মো. মনিরুল ইসলাম।
রোববার দুপুরে গুলশানে এসএটিভি কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান অগ্রণী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার। এ সময় তিনি এসএ গ্রুপ এবং এসটিভির নতুন বছরের অগ্রগতি ও সাফল্য কামনা করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের সার্বিক খোঁজখবর নেন তিনি। এ সময় আগামী দিনগুলোতে অগ্রণী ব্যাংকের সাথে এসএ গ্রুপের সু-সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি নতুন বছরে অগ্রনী ব্যাংকের সফলতাও কামনা করেন তিনি।