গুঁড়ি বৃষ্টিতে সিরাজগঞ্জে বেড়েছে শীতের প্রকোপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় শীত জেঁকে বসেছে। কুয়াশা একটু কমলেও তাপমাত্রা থাকছে ১১ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। গুঁড়ি বৃষ্টিতে সিরাজগঞ্জে শীতের প্রকোপ বেড়ে গেছে।
দিনাজপুরে অব্যাহত রয়েছে শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় দুর্ভোগে সর্বস্তরের মানুষ।
সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া অব্যহত রয়েছে। সন্ধা থেকে ভোর পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টির মত কুয়াশা পড়ায় ক্ষেতের উঠতি ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শংকায় আছেন কৃষকেরা।
তীব্র শীতে গোপালগঞ্জে জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। উষ্ণতা পেতে শহরের অলিগলির চায়ের দোকানগুলোতে ভীড় করছেন সাধারন মানুষ।
নড়াইলে জীবন জীবিকার তাগিদে নদী,খাল-বিলে শীতের মধ্যে মাছ ধরতে গিয়ে অনেকই অসুস্থ্ হয়ে পড়ছেন।