বিভিন্ন অঞ্চল থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৩:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সাভার, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাভারে অপহরনের ৫ দিন পর সাজেদুলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো ২৮ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে সাজেদুলকে অপহরণ করে নিয়ে যায় শাওন ও ইমন। নিখোঁজ সাজেদুলকে বংশী নদী থেকে উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লার শৈলকুড়ায় বুড়িগঙ্গা নদী থেকে ট্রাক চালক ইয়াকুবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধার করা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় ট্রাক মালিক ইব্রাহিম ও ইয়াকুবের। ২৯ ডিসেম্বর স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে ্আর বাসায় ফেরেনি ইয়াকুবল। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বুড়িগঙ্গা নদীতে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।
গোপালগঞ্জে দোকান কর্মচারীর লিজিয়ন বিশ্বাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মধুমতি নদীর এমবিআর চ্যানেল গোসল করতে নামে নিখোঁজ হন লিজিয়ন। সে সাতপাড় বাজারের উত্তম বিশ্বাসের রেস্টুরেন্টে কাজ করতো।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া থেকে নিখোঁজের ২ দিন পর শিশু রোহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ধরে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে রোহানের মরদেহ হাসপাতালের খোলা সেফটি ট্যাংক থেকে উদ্ধার করে। গেল ৩১ ডিসেম্বর রোহান নিখোঁজ হয়।
এদিকে, সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মাছের ঘের থেকে রিংকু মল্লিক নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।