করোনা টিকা আমদানী ও বিতরণের প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
করোনা টিকা আমদানী ও বিতরণের প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ কাছে টিকা পৌঁছে দেয়ার বিষয়ে স্পষ্ট বক্তব্য তুলে ধরার আহবান জানান তিনি।
সকালে রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান-ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবার দেন তিনি। বলেন, জনগনের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্র ধ্বংস করেছে সরকার। পণ্য দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ৭ জানুয়ারী দেশের থানাগুলোতে মানববন্ধন কর্মসূচি আর ইভিএম এবং নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে পৌর সভা ও মহানগরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তিনি। এসময় জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব।


















