পুলিশ ও সাংবাদিকদের মধ্য সুসম্পর্ক দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পুলিশ ও সাংবাদিকদের মধ্য সুসম্পর্ক দেশ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মনে করেন ঠাকুরগাঁওয়ে নব নিযুক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরো বলেন, পেশাগত দায়িত্বপালনে সবার মধ্যে সহযোগিতার মনোভাব থাকতে হবে। ঠাকুরগাঁওয়ের সংবাদ পরিবেশনে সাংবাদিকতা তাদের দক্ষতা দেখাবেন বলেও আশা প্রকাশ করেন পুলিশ সুপার। পুলিশ সুপার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সাংবাদিকসহ অনেকে। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।