ডিবি পরিচয়ে ২৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞায় ডিবি পরিচয়ে ২৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গেলোরাতে ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় নগদ ৫০ হাজার টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। সকালে জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২১ অক্টোবর দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার ইসলামী ব্যাংক শাখা থেকে এজেন্ট ব্যাংক ব্যবসায়ী আবু জাফর ২৭ লাখ ৬২ হাজার টাকা উত্তোলন করেন। এসময় ডাকাতদলের সদস্যরা তাকে টার্গেট করে। এক পর্যায় গ্রাহক আবু জাফর টাকা নিয়ে ব্যাংক থেকে বের হলে ভূয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। কুমিল্লার দয়াপুরে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে টাকাগুলো নিয়ে উধাও হয়ে যায়। ঘটনার দিনই থানায় মামলা করেন ভুক্তভোগী আবু জাফর।