সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলার আদেশ আজ

- আপডেট সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলার আদেশ আজ। ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ৩৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করেন মঙ্গলবার আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দুলু এ মামলার আবেদন করেন।
সাবেক মেয়র, নগর ভবনের সাবেক ২ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মার্কেট সমিতির সভাপতির করা মামলাটি বিচারের জন্য গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আদালত আজ সিদ্ধান্ত জানাবেন। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দিবেন। মামলার আবেদনে বলা হয়, আসামি সাঈদ খোকন ও বাকি আসামিরা পরস্পর যোগসাজশে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-২ এর মূলভবনের নকশাবহির্ভূত অংশে স্থাপনা তৈরি করে এবং দোকান বরাদ্দের ঘোষণা দেন। ঘোষণা শুনে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বরাদ্দ নেয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের সঙ্গে যোগাযোগ করলে তাদের কাছে নগদ ও ৫টি পে অডারের মাধ্যমে মোট ৩৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা আদায় করেন। কিন্তু বতমান মেয়র এসব অবৈধ দোকান উচ্ছেদ করেন। এরপরই ব্যবসায়ীরা তাদের টাকা ফেরত চাইলে সাবেক মেয়র সাঈদ খোকন ও বাকি আসামিরা তাদের হুমকি দেন।