নতুন বছরে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করাই বিএনপির মূল এজেন্ডা: ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নতুন বছরে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করাই হবে বিএনপির মূল এজেন্ডা, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি নেতারা। সে লক্ষ্যে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হযে এগিযে আসার আহ্বান জানান তিনি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও দাবি তার। আর বিএনপির অন্য নেতারা একাদশ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের দাবি করেন তারা। গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে বন্দি রাখার সমালোচনা করেন বিএনপি’র শীর্ষ নেতা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে করে সরকার ক্ষমতা দখল করেছে। দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে, এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে দলটি।


















