চলতি বছরে ৫০ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
নিজেদের দায়িত্ব পালনের কারণে বছরে ৫০ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যেসব দেশে এসব হত্যাকাণ্ড হয়েছে, তাদের অধিকাংশেই কোনো যুদ্ধ ছিল না।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের এর জরিপে এমন তথ্য উঠ এসেছে। আরএসএফের প্রধান সম্পাদক পলিন অ্যাডিস-মেভেল বলেন, জরিপে দেখা গেছে, অনুসন্ধানী সাংবাদিকরাই বেশি ঝুঁকিতে। তারা রাষ্ট্র ও চক্রের টার্গেটে পরিণত হচ্ছে। নিহত হওয়ার এই সংখ্যা বলে দিচ্ছে, সংঘবদ্ধ অপরাধ, দুর্নীতি ও পরিবেশ ইস্যুতে অনুসন্ধানী প্রতিবেদকদের লক্ষ্যবস্তু হওয়ার সংখ্যা বেড়েছে। এ বারের প্রতিবেদনে ভারত, মেক্সিকো ও পাকিস্তানে সাংবাদিক নিহত হওয়ার সংখ্যাটি সামনে এসেছে। বার্ষিক প্রতিবেদনে আরএসএফ জানায়, চলতি বছরে হত্যাকাণ্ডের শিকার হওয়া ৮৪ শতাংশ সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আগের বছরে যেটা ছিল ৬৩ শতাংশ।