গোপালগঞ্জে বিভিন্ন সামগ্রী বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই, বাইসাইকেল এবং গৃহবধূদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় তিনি একযোগে উপজেলা ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের চার হাজার শিক্ষার্থীর মাঝে এ বই বিতরণ করেন। অপরদিকে, কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল ও ৩৯ জন গৃহবধূর মাঝে সেলাই মেশিন এবং হ্যান্ড স্যানিটাইজার ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন জেলা প্রশাসক।



















