পিরোজপুর ও গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে সম্মেলন বন্ধের দাবি জানায় নেতা-কর্মীরা। যোগ্যদের মূল্যায়নের দাবি জানান তারা।
এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে শাহাদুল ইসলাম হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।