নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
রংপুর মহানগরীর বড়বাড়িতে নিখোঁজের একদিন পর মাইশার মরদেহ খুঁজে পেয়েছে তার স্বজনরা। ৫ বছরের ওই শিশুর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সোমবার বিকেল থেকে খুঁজে পায়নি স্বজনরা। সে এলাকার মনোয়ার হোসেনের কন্যা। গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় তাকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে শিশু মাইশার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।























