আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যোগসাজশে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যোগসাজশে স্থানীয় নির্বাচনে জয় আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পৌর নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই জনগণ অংশ নেয়নি। নির্বাচন কমিশনের দেয়া তথ্য ভুয়া।” এসময় তিনি আরো বলেন, প্রথম ধাপ পৌর নির্বাচনের ফলাফল এ সরকারের আমলের সব নির্বাচনের মতই পূর্ব নির্ধারিত ছিলো। পৃথিবী জুড়ে প্রত্যাখ্যাত ইভিএম পদ্ধতি এসব নীল নকশার অন্যতম সহযোগী পদ্ধতি। এর মধ্য দিয়ে প্রোগ্রাম করাই থাকে কাকে কোনটা সিট কত ভোট দেয়া হবে। যে বোতামই টেপা হোক, এর ২টা ধানের শীষে গেলে ৮ টা নৌকায় যাবে।