মাঠে নামার আগে নানা সমস্যায় জর্জরিত এভারটন ও ম্যান সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
রাতে প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যান সিটি’র প্রতিপক্ষ এভারটন। এর আগে, রাত সাড়ে ১১টায় অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে চেলসি।
মাঠে নামার আগে নানা সমস্যায় জর্জরিত এভারটন ও ম্যান সিটি। ইনজুরির কারণে সিটিজেনদের বিপক্ষে কঠিন ম্যাচে এভারটন পাচ্ছে না হামেস রদ্রিগেজ, রিচার্লিসন, ফ্যাবিয়ান ডেলফের মতো তারকাদের। অন্যদিকে গ্যাব্রিয়েল জেসুস ও কাইল ওয়াকার করোনায় আইসোলেশনে । গুডিসন পার্কে শেষ তিন দেখায় শতভাগ জয় সিটিজেনদের। তাই এ ম্যাচে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ম্যানসিটি। অন্যদিকে, চমক দেখাতে তৈরী পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা এভারটন।






















