মধ্য পৌষে সারাদেশে বইছে মাঝারী শৈত্যপ্রবাহ

- আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৬২৭ বার পড়া হয়েছে
মধ্য পৌষে সারাদেশে বইছে মাঝারী শৈত্যপ্রবাহ। দিনে তাপমাত্রা বেশি থাকলেও রাতের দিকে তা কমতে শুরু করে। অনেক জায়গায় শীতের কারণে নষ্ট হচ্ছে বোরো বীজতলা। বিপাকে পড়েছেন শ্রমজীবীরা।
কুড়িগ্রামে আবারো কিছুটা বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেলেও সন্ধা নামার সাথে সাথে নেমে আসছে কনকনে ঠান্ডা। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে হতদরিদ্র মানুষজনে। শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
মানিকগঞ্জে তিব্র শীতে বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে জেলার ৭টি উপজেলার হাজার হাজার কৃষক চিন্তিত হয়ে পড়েছেন। কৃষকরা দাবী করছেন—শীতে চারা নষ্ট হয়ে গেলে বেশী দামে জেলার বাইরে থেকে ধানের চারা কিনতে হবে।
ঝিনাইদহে হঠাৎ করেই কন কনে শীতে জবু থবু হয়ে পড়েছে মানুষ। কুশায়ার কারণে স্বাভাবিকের চেয়ে কমেছে তাপমাত্রা। জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়। কনকনে ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ করছে কৃষক। ঘন কুয়াশায় একটু কমলেও ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে শ্রমজীবি মানুষ।