বড় জয় দিয়ে ফেডারেশন কাপে ফিরলো মোহামেডান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বড় জয় দিয়েই ফেডারেশন কাপে ফিরলো মোহামেডান। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে সাদা-কালোরা। জোড়া গোল করেছেন দলটির নাইজেরিয়ান মিডফিল্ডার নুরাত।
দাপুটে জয়ে কোয়ার্টারের আশা বাচিয়ে রাখলো মোহামেডান। হারলে বিদায় আর ড্রয়ে সম্ভাবনা থাকবে ক্ষীণ। এমন সমীকরণ নিয়ে এদিন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। ৪২ মিনিটে সাদা-কালাদের এগিয়ে নেন হাবিবুর রহমান সোহাগ। ৬৮ মিনিটে ম্যাচে ফিরে মুক্তিযোদ্ধা। ফরোয়ার্ড আকবর আলীর গোলে। ৭৫ মিনিটে আতিকুজ্জামান গোলে আবারও লিড নেয় মোহামেডান। ৮০ আর ৮৩ মিনিটে জোড়া গোল করেন বড় জয়ের নায়ক নাইজেরিয়ান মিডফিল্ডার নুরাত।






















