মাঝারী শৈত্য প্রবাহে সারাদেশে শীত জেঁকে বসেছে

- আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মাঝারী শৈত্য প্রবাহে সারাদেশে শীত জেঁকে বসেছে। উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রা। ঠাণ্ডায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শীতবস্ত্র বিতরণ।
চুয়াডাঙ্গার উপর দিয়ে আবারো মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। গত ২ দিন থেকে শুরু হয়েছে হিমেল হাওয়া। এতে শীতের তীব্রতা ব্যাপক বেড়ে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। অনেকেই আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছে আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
গোপালগঞ্জ দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। কুয়াশায় ভোরে মহাসড়ক ও সড়কে গাড়ি চলাচলে হেড লাইটের সাহায্য নেয়া হচ্ছে।
মানিকগঞ্জে কুয়াশা কম পড়লেও তীব্র শীত ও হিমেল বাতাস বইছে। অনেকেই শীতের তীব্রতাকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন।
এদিকে গাইবান্ধায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন ‘স্বপ্নের গাইবান্ধা’। সকালে সাদুল্লাপুর পাইলট মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সাতক্ষীরায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় যবুতবু হয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা প্রভাব বেশি দেখা যায়। এতে করে জেলার শ্রমজীবী মানুষেরা আছেন নিদারুণ কষ্টে।