দুর্নীতিমুক্ত বাহিনী গড়তে পুলিশের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান চলছে : ড. বেনজীর আহমেদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
দুর্নীতিমুক্ত বাহিনী গড়তে পুলিশের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান চলছে বলে জানিয়েছেন মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
দুপুরে রাজশাহী মেট্র্পোলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার ও হ্যালো আরএমপি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এ তথ্য জানান। অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, কোন পুলিশ সদস্য মাদকাসক্ত এমন অভিযোগের প্রমাণ পেলে তাকে বাহিনী থেকে বহিস্কার করা হবে। এজন্য বাহিনীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এখন থেকে রাজশাহী নগরীতে হ্যালো আরএমপি অ্যাপের মাধ্যমে পুলিশের কাছে তথ্য প্রদান ও অনলাইনে অভিযোগ করা যাবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি এবং ৯৯৯ জাতীয় জরুরিসেবাও মিলবে অনলাইনেই। এছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা বসানোর ফলে অপরাধীদের দ্রুত শনাক্ত করা যাবে।


















