শেরপুরে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক সমিতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
শ্রমিক লাঞ্ছিতের প্রতিবাদে শেরপুর ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক সমিতি। ময়মনসিংহ বাস মালিক সমিতির মহাসচিবের ড্রাইভার ও তার সহযোগীকে যারা মারধর করেছিলো তাদের গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি দুই দফায় ঐ ব্যক্তির গাড়ি শেরপুর নবীনগর বাসস্ট্যান্ডে অবৈধভাবে আটকে রাখা হয়। পরে ঘটনার সুষ্ঠু বিচারের সিদ্ধান্ত নেয়া হলেও এর মধ্যেই আবারো মারধর করে নবীনগর বাসস্ট্যান্ডের শ্রমিকরা। এরই প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের বাস ঢাকা থেকে শেরপুর গেলে কয়েকজন শ্রমিক বাসটি আটক রাখে। এই অজুহাতে বাস মালিকরাই স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ রেখেছেন। নিরাপত্তার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।






















