সড়ক দুর্ঘটনায় ১ ও ট্রেনে কাঁটা পড়ে ২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলায় দুই ট্রাকের সংঘর্ষে বিল্লাল হোসেন নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে। অন্যদিকে, গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে দুইজন।
ভোরে নেত্রকোনার জারিয়া থেকে বালু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে জাওয়ানী নামক পৌঁছালে অপর একটি বালু বোঝাই দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে চলন্ত ট্রাকের পাশে থাকা হেলপার ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছে। সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা কালামপুর এলাকায় পৌঁছালে নারী ও পুরুষ ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়।






















