দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

- আপডেট সময় : ০১:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। বেশ কয়েকদিন ধরেই এমন অবস্থা ওই অঞ্চলে। গোপালগঞ্জ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পঞ্চগড়ে বেশ কয়েক দিন ধরেই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এতে করে স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন। সকাল ৯ টায় তেঁতুলিয়ায় আবহাওয়া অফিসে দেশের মধ্যে সর্বনিম্ন তপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা উঠানামা করায় গত কয়েকদিন থেকে জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সাথে দিন-রাতে বইছে উত্তর থেকে হিমেল বাতাস।
গোপালগঞ্জ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা। বীজতলা বাঁচাতে কুয়াশ উপক্ষো করে মাঠে ছুটছেন কৃষকেরা।
নড়াইলে শীতকে উপেক্ষা করে সকালে পেটের দায়ে শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষ কাজে বেরিয়ে পড়ছে। এদিকে, শীতজণিত কারনে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ।
সাতক্ষীরায় গত কয়েক দিন ধরে কুয়াশা কম পড়লেও শীতের দাপট বেড়েছে। সকাল ৬টায় সাতক্ষীরায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মানিকগঞ্জে গত কয়েক দিন ধরে কুয়াশা কম পড়লেও হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। তীব্র শীত ও হিমেল বাতাসে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় হাসপতালগুলিতে শীত জনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে।