লাশ গুম চেষ্টার মূল হোতা আব্দুল খালেক হাওলাদের গ্রেপ্তার

- আপডেট সময় : ০৫:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৭৩২ বার পড়া হয়েছে
বরিশালে এক নারীর লাশ গুম চেষ্টার মূল হোতা আব্দুল খালেক হাওলাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন- পিবিআই।
পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী খালেক স্বীকার করেছে বিদেশ পাঠানোর তথ্য দিয়ে ৬ লাখ টাকা নিয়েছিলো সাবিনা। পরে বিদেশ যেতে না পেরে টাকা ফেরত চান খালেক। কিন্তু টাকা ফেরত না দেয়ায় ক্ষুব্ধ হয়ে গত ২০ নভেম্বর সে ওই নারীকে কাশিপুরে ডেকে আনেন। টাকা ফেরত দেয়া নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে রড দিয়ে সাবিনার মাথায় আঘাত করলে সে মারা যায়। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের হয়। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে খালেককে গৌরনদী থানায় সোপর্দ করা হয়।
এদিকে, সাভারে জেএমবির দুই সদস্যকে আটক করেছে রেব। এসময় বিপুল পরিমাণ জিহাদী বইসহ বিভিন্ন উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়। পরে দুপুরে সাভার মডেল থানায় আটক দুই জঙ্গির বিরুদ্ধে মামলা করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।