শেরপুরে বাস ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
শ্রমিক লাঞ্ছিতের প্রতিবাদে শেরপুর থেকে তিনদিন ধরে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ বাস মালিক সমিতির মহাসচিবের গাড়ী আটকে ড্রাইভার ও তার সহযোগীকে মারধরের কারণে ডাকা এই ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সম্প্রতি দুই দফায় ঐ ব্যক্তির গাড়ি শেরপুর নবীনগর বাসস্ট্যান্ডে অবৈধভাবে আটকে রাখা হয়। পরে ঘটনার সুষ্ঠু বিচারের সিদ্ধান্ত নেয়া হলেও এর মধ্যেই আবারো মারধর করে নবীনগর বাসস্ট্যান্ডের শ্রমিকরা। এরই প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এদিকে বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের বাস ঢাকা থেকে শেরপুর গেলে কয়েকজন শ্রমিক বাসটি আটক রাখে। এই অজুহাতে বাস মালিকরাই স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ রেখেছেন। নিরাপত্তার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।















